Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৩

ইতিহাস ও কার্যাবলী

 ইতিহাস: 

১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাঠ্যবই তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে “পূর্ববঙ্গ স্কুল টেকস্টবুক কমিটি” গঠিত হয়। পরবর্তিতে ১৯৫৪ সালে টেকস্ট বুক আইন পাশ হয় এবং সেই আইন অনুযায়ী “স্কুল টেকস্টবুক বোর্ড” নামে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান গঠিত হয়। পরবর্তীতে ১৯৫৬, ১৯৬১ এবং ১৯৬৩ সালে এই প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে পুনর্গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত “বাংলাদেশ স্কুল টেকস্টবুক বোর্ড” কর্তৃক ১ম থেকে ১০ম শ্রেণির সকল বিষয়ের সকল পাঠ্যপুস্তক নবজাত রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী সংশোধন, পরিমার্জন ও পুনর্লিখন কাজ করে। ১৯৭৮ সাল থেকে শিক্ষাক্রমের উপর ভিত্তি করে পাঠপুস্তক প্রণয়নের কাজ শূরু করে। ১৯৮১ সালে শিক্ষাক্রম প্রণয়নের জন্য “জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্র (এনসিডিসি)” নামে পৃথক একটি প্রতিষ্ঠান শিক্ষাক্রম উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে সমন্বয় সাধনের জন্য পরবর্তিতে ১৯৮৩ সালে বাংলাদেশ স্কুল টেকস্টবুক বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন কেন্দ্রকে একীভূত করণের মাধ্যমে “জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড” গঠিত হয়।

 

 কার্যাবলী:

"জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড অধ্যাদেশ, 1983" অনুযায়ী এনসিটিবি'র কার্যক্রম:

বোর্ডের কার্যাবলী হইবে-
ক) স্কুলের সিলেবাস ও শিক্ষাক্রম পরীক্ষা এবং সেখানে পুনর্বিবেচনা প্রস্তাব
খ) শিক্ষাক্রম , পাঠ্যসূচী এবং পাঠ্যপুস্তকগুলির কার্যকারিতা প্রাক পরীক্ষা এবং মূল্যায়ন
গ) পাঠ্যপুস্তকগুলির পান্ডুলিপির প্রস্তুতির ব্যবস্থা করা
ঘ) পাঠ্যপুস্তক প্রকাশ, বিতরণ ও বিক্রয়ের ব্যবস্থা করা
ই) পাঠ্যপুস্তক, পুরস্কারের বই, লাইব্রেরী এবং রেফারেন্স বই অনুমোদন
চ) গ্রান্ট এবং অনুদান প্রদান করে বৈজ্ঞানিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক কাজকে উৎসাহিত করা
ছ) দরিদ্র ও যোগ্য ছাত্রদের বই দান
(জ) সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত অন্যান্য কাজ সম্পাদন করা